ইউএনওডিসি’র আর্থিক সহযোগিতায় ও সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজের আয়োজনে মানব পাচারের শিকার ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন এবং প্রয়োজনীয় সেবা প্রদান-শীর্ষক প্রকল্পের আওতায় উদ্ধার হওয়া কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৩ দিনের হাঁস প্রশিক্ষণ সিডব্লিউসিএস-এর ট্রেনিং সেন্টারে ১৬ মে শুরু হয়েছে।
কর্মশালায় প্রজেক্ট কো-অর্ডিনেটর নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার।
কর্মশালা শেষে ১০জন কিশোরীকে ২০টি করে হাঁস, হাঁসের খাদ্য ও চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে। কর্মশালা পরিচালনা করেন সিডব্লিউসিএস-এর লিয়াজো অফিসার রুহুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি