নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ওহিদুল বিশ্বাস ও সকল যুগ্ম আহবায়কদের স্বাক্ষরিত পত্রে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো.আবু রাসেলকে সভাপতি এবং মো.ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।