ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মনিরা সুলতানা নামে এক গৃহবধূকে এসিড মেরে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৩ মে) রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মনিরা সুলতানা ওই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের বেডে শায়িত এসিডদগ্ধ গৃহবধূ মনিরা সুলতানা জানান, রাতে তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। এ সময় তার দেহে এসিড ছুড়ে মারে সন্ত্রাসীরা। এতে তার পিঠ ও দেহের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। মনিরা জানান, তার পরিবারের সাথে প্রতিবেশি আবদুল মজিদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। আবদুল মজিদের ছেলে মাসুম বিল্লাহ এসিড ছুড়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, তার স্বামী নুর মোহাম্মদ মালয়েশিয়া প্রবাসী। রোববার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন তিনি। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই তার দেহে এসিড ছুড়ো সন্ত্রাসীরা। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানান।
এদিকে, খবর পেয়ে রাতেই তাকে হাসপাতালে দেখতে যান সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।