যশোর প্রতিনিধি: বিজিবি যশোর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে যশোর ৪৯ বর্ডার গার্ড বাটালিয়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনা ও কুষ্টিয়া সেক্টরের ৭টি ব্যাটালিয়নের খেলোয়াড়গণ অংশ নেন। যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান বিজিত ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে ‘রানার আপ’ এবং ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পাঁচটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে ‘চ্যাম্পিয়ান’ হওয়ার গৌরব অর্জন করেছে।
এ প্রতিযোগিতায় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী আখতার হোসেন শ্রেষ্ঠ নবীন এবং ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শোভন মিয়াকে শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়।