এপ্রিল ৩, ২০১৯
যশোরে উপজেলা নির্বাচনে জামানত হারালেন ৩৯ প্রার্থী
যশোর প্রতিনিধি: পঞ্চম উপজেলা নির্বাচনে যশোরের সাত উপজেলায় অংশগ্রহণকারী ৮৪ প্রার্থীর মধ্যে সাত চেয়ারম্যান, ২৩ ভাইস চেয়ারম্যান ও আট মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া মোট ভোট প্রদান করেছেন ৪০ দশমিক ৯২ ভাগ ভোটার। সাত উপজেলায় মোট ভোটার ১৮ লাখ ১৫ হাজার ২১১ জন। এরমধ্যে ভোট প্রদান করেন মাত্র ছয় লাখ ৩৭ হাজার ৯০০ তিন জন ভোটার। সদর উপজেলায় সবচেয়ে কম ১৩ দশমিক ২৪ ভাগ ভোট কাস্ট হয়েছে। সবচেয়ে বেশি শতকরা ৫২ দশমিক ৯৩ ভাগ ভোট কাস্ট হয়েছে চৌগাছা উপজেলায়। এছাড়া বাঘারপাড়ায় ৫২ দশমিক ৫১, কেশবপুরে ৪৪ দশমিক ৫১, ঝিকরগাছায় ৪৪ দশমিক ৩৬, অভয়নগরে ৪১ দশমিক ৩৮ এবং মণিরামপুরে ৩৭ দশমিক ১ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশন থেকে প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। 8,589,227 total views, 5,913 views today |
|
|
|