কেশবপুর (যশোর) প্রতিনিধি: স্বাস্থ্য সেবায় সারাদেশের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতীয় স্থান অধিকার করেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ৭ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ আবু শাহীনের স্বীকৃতিপত্র তুলে দেন।
এদিকে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় স্থান অর্জন করায় সোমবার সকালে কেশবপুরের কর্মরত সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. দীলিপ কুমার রায়। বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি কামরুজ্জামান হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
স্বাস্থ্য সেবায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতীয়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/