Site icon suprovatsatkhira.com

শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় ডক্টরস ফর হিউম্যানিটি’র শোক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অবস্থানরত শ্রীলংকার হাই কমিশনে সাক্ষাত করে দেশটিতে সাপ্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছে ডক্টরস ফর হিউম্যানিটি। সংগঠনের আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য ডা. সুব্রত ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য মো. নেয়ামুল হোসাইন তুষার এবং দেবাশীষ সাহা তন্ময় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে হাই-কমিশনে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। এসময় তারা শ্রীলংকায় সা¤প্রতিক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্রাইস্টচার্চ বা কলম্বোতে যারাই এধরণের হামলা চালিয়েছে এদের একমাত্র পরিচয় এরা সন্ত্রাসী। এ ধরনের হামলা বাংলাদেশ ও এই উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ মন্তব্য করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা কমিশনকে অবহিত করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অস¤প্রদায়িক বাংলাদেশ-এর জন্য ‘ডক্টস ফর হিউম্যানিটি’ নিরলসভাবে কাজ করে চলেছে। নেতৃবৃন্দ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় একসাথে কাজ করার আগ্রহের কথাও জানান হাই কমিশনারকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version