শার্শা প্রতিনিধি: যশোরের উত্তর শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাস হিস্ট্রেরিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে শিক্ষার্থীদের এই আন্দোলন ও বিক্ষোভ মিছিল বের হলে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে শিক্ষাঙ্গনসহ গোটা উত্তর শার্শা। মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে মেইন সড়ক ধরে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্লোগান ও প্লা¬কার্ডের মাধ্যমে প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে বহিষ্কারের দাবি জানান।
মিছিল শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র জমায়েতের মাধ্যমে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, প্রধান শিক্ষকের বহিষ্কার, ম্যানেজিং কমিটি রদবদল করা, অসুস্থদের সু-চিকিৎসা ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া, অসুস্থ হওয়ার মূল কারণ তদন্ত সাপেক্ষে বের করে ব্যবস্থা নেওয়া এবং বিদ্যালয়ের অবৈধ নিয়ম-কানুন পরিবর্তন করা।
এদিকে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করে বলেন, গত দু’দিন আগে স্কুলে শিক্ষার্থীদের একটি করে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আর সে কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারে।
শার্শায় প্রধান শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/