নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মাজেদ মাস্টার (৭৩) খুলনা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা যায়, বুধবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে একটি চলন্ত পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মাজেদ মাস্টারের স্বজনেরা খুলনা সার্জিক্যাল ক্লিনিকে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে মারা যান।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল মাজেদ মাস্টার প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে সকালে হাটতে বের হতেন। হাটাহাটির মাঝে রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে পৌঁছালে পিছন থেকে আসা একটি চলন্ত পিকআপ তাকে ধাক্কা দেয়। এতেই তিনি গুরুতর আহত হন। আব্দুল মাজেদ মাস্টার হানুয়ার (রাজগঞ্জ কলেজপাড়া) গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক। বৃহস্পতিবার রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মাজেদ মাস্টার আর নেই
https://www.facebook.com/dailysuprovatsatkhira/