Site icon suprovatsatkhira.com

যুব সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট: খুলনায় যুব সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিএসএস আভা সেন্টারে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ শুরু হয়।
খুলনা বিভাগের অর্ন্তগত ৪টি উপজেলা শ্যামনগর, কালিগঞ্জ, কয়রা ও দাকোপের বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন যুব সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম. হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম, পলিসি ও এডভোকেসি ডিরেক্টর নুরুল আলম রাজু, নবযাত্রা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোক্তার হোসেন, জেন্ডার ম্যানেজার তাসনুভা জামান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জেন্ডার অফিসার নাসরিন মনোয়ারা, টেকনিক্যাল অফিসার-জেন্ডার রাসেল মাহমুদ প্রমুখ। ইয়ুথ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর আশিক বিল্লাহ’র সঞ্চালনায় প্রশিক্ষণের প্রথম দিনে চ্যানেল ২৪ এর জেষ্ঠ্য প্রতিনিধি আহসান হিমেল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষক আহসান হিমেল একটি সংবাদ তৈরির ক্ষেত্রে যে সমস্ত পন্থা ও নিয়মাবলী অবলম্বন করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version