এপ্রিল ২৯, ২০১৯
যশোর সদর উপজেলায় ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে পুরস্কার বিতরণ
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অলিম্পিয়াড প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) এমএসটিবি স্কুল অ্যান্ড কলেজে সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের মার্জিয়া পারভীন রুপা। এ ছাড়া পুলিশ লাইন স্কুলের সুমিত ইমরান দ্বিতীয়, একই স্কুলের তামিমুল ইসলাম তৃতীয় ও অসীম আশরাফ জীম পঞ্চম, শাহীন স্কুল অ্যান্ড কলেজের হাসিবুল ইসলাম চতুর্থ হয়েছে। সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে ক্যান্টনমেন্ট কলেজের ইসতিয়াহ আহমেদ, দ্বিতীয় দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হাসিবুল হাসান, তৃতীয় শাহীন স্কুল অ্যান্ড কলেজের আবুল্লাহ আল মাসুম, চতুর্থ ক্যান্টনমেন্ট কলেজের তাসমিয়া তন্দ্রা ও পঞ্চম ক্যান্টনমেন্ট কলেজের সৈয়দা নওশিন ইসলাম। প্রজেক্ট প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে জিলা স্কুলের রাফিউজ্জামান, দ্বিতীয় শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের বাঁধন সরকার আকাশ ও তৃতীয় এমএসটিবি স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন বিন। সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের শেখ নাঈম হাসান মুন, দ্বিতীয় মুসলিম এইচ টেকনোলজির রাসেল আহমেদ ও তৃতীয় হয়েছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৌকিত আহমেদ। বিশেষ গ্রুপে প্রথম হয়েছে সাকিবুর রহমান, দ্বিতীয় হয়েছে মেহেদী হাসান ও তৃতীয় হয়েছে হাফিজুর রহমান। এর আগে সদর উপজেলা শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রিয়াদ বিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লা ও এমএসটিবি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম। 8,581,892 total views, 9,662 views today |
|
|
|