Site icon suprovatsatkhira.com

যশোর-বেনাপোল রোডের শতবর্ষী গাছ রেখেই সড়ক উন্নয়নের দাবিতে স্মারকলিপি

যশোর প্রতিনিধি: শতবর্ষী গাছ রেখেই যশোর-বেনাপোল রোডের উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে যশোর রোড উন্নয়ন ও গাছ রক্ষা সমন্বয় কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল।
সংগঠনের পক্ষ উপস্থিত ছিলেন আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, হারুন অর রশীদ, জাকির হোসেন হবি, নাজিম উদ্দিন, শ্যামল শর্মা, সুকান্ত দাস, জয়ন্ত রায়, গোপিকান্ত সরকার প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সরকারি সিদ্ধান্ত এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোর বেনাপোল সড়কের ঐতিহ্যবাহী সবুজ বৃক্ষ সুকৌশলে নিধন করার পন্থা অবলম্বন করা হয়েছে। যশোর হতে বেনাপোল সড়কে সামান্য সংখ্যক শতবর্ষী গাছ ঝুঁকিপূর্ণ। আমাদের দাবি ছিল দ্রুত ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করা এবং তা অপসরণ করে যশোর রোড উন্নয়ের কাজ শুরু করা হোক। রহস্যজনকভাবে ঝুকিপূর্ণ কিছুসংখ্যক গাছ অপসরণ করা হয়নি। কর্মরত ঠিকাদারী প্রতিষ্ঠান স্কেভেটর দিয়ে সম্প্রসারণের কাজের সময় গাছের নিচে দু’ধারে শেকড় ইচ্ছাকৃতভাবে কেটে ছিঁড়ে ফেলছে। ফলে ঝুঁকিপূর্ণ গাছগুলো অধিকতর ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এক্ষেত্রে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের চরম উদাসীনতায় জনমনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version