যশোর প্রতিনিধি: যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক বাস চালককে পুলিশ আটক করেছে। নিহত ইজিবাইক চালক ইমরান হোসেন রানার (২৫) বাড়ি যশোর সদর উপজেলার সতিঘাটায়। নিহত অপর যাত্রী বাবুল আক্তার যশোর সদর উপজেলার জয়ন্তার বাসিন্দা। নিহত রানার মামা সোহাগ জানান, রানা ইজিবাইক চড়ে রূপদিয়া বাজার থেকে রাজারহাটে মোড়ে আসছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো বা ১৫-২৬০৯) রূপদিয়ার এশিয়া মার্বেলের দোকানে সামনে পৌছুলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক বাবুল আক্তার ও রানা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা বাবুল ও রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ রানা ও বাবুলকে মৃত ঘোষণা করেন। ইজিবাইক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ক্ষুদ্ধ জনতা যানচলাচল বন্ধ করে দেয়। নরেন্দ্রপুর পুলিশ হানিফ পরিবহের বাসটি এবং বাসের চালক শামসুর রহমানকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। শামসুর রহমান খুলনার খালিশপুরে বাসিন্দা।
শামসুর রহমান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের বাসটি তিনি চালিয়ে আসছিলেন। যশোর কোতয়ালি থানার এসআই আসাদ, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
যশোরে বাস ও ইজিবাইক সংঘর্ষে চালকসহ ২জন নিহত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/