Site icon suprovatsatkhira.com

যশোরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটির বাগডাঙ্গা বাওড় সংলগ্ন একটি ধানক্ষেত থেকে গলায় ওড়না পেচানো এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ রিপা বেগম বাগডাঙ্গা গ্রামের সর্দারপাড়ার ইমরান হোসেনের স্ত্রী।
সোমবার সন্ধ্যায় সাজিয়ালী পুলিশ ফাড়ির ইনচার্জ সুকুমার কুণ্ডু তার লাশ উদ্ধার করেন। নিহতের স্বামী ইমরান হোসেন জানান, তার স্ত্রী রিপা বেগম রবিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন। সারারাত খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যার দিকে লোক মুখে জানতে পারেন তার স্ত্রীর মরদেহ পড়ে আছে বাড়ির অদূরে বাওড় পাড়ের একটি ধান ক্ষেতে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বিকেল ৬টার দিকে বাগডাঙ্গা গ্রামের কয়েকজন কৃষক তাদের ধান ক্ষেতে যান। তারা এসময় বাওড় সংলগ্ন একটি ধান ক্ষেতে একজন মহিলার লাশ দেখতে পায়। তারা খবর দেন সাজিয়ালী ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সাজিয়ালী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই সুকুমার কুন্ডুসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
এসআই সুকুমার কুণ্ডু সাংবাদিকদের জানান, কেউ তাকে মেরে এখানে এনে লাশটি ফেলে রেখে যেতে পারে। লাশের গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকা-টি ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে কি কারণে এবং কারা এ হত্যাকা- ঘটানো হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ১০ বছর পূর্বে ইমরানের সাথে রিপার বিয়ে হয়। বিয়ের ২ বছর পর তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। রিপার পিতার বাড়ি ঝিকরগাছা উপজেলার বিষেহরি গ্রামে।
এলাকাবাসী জানায়, ইমরান সম্প্রতি চুড়ামনকাটি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় অশান্তি লেগে থাকতো। তাদের ধারণা এই খুনের সাথে তার স্বামীসহ তার পরিবারের লোকজন জড়িত থাকতে পারে।
লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের পরিবার মামলা করা হবে বলে জানিয়েছে। তবে, লাশ উদ্ধারের সময় স্বামীর পরিবারের কাউকে দেখা যায়নি বলে পুলিশ দাবি করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version