যশোর প্রতিনিধি: আজ বিশ্ব নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছর ২৯ এপ্রিল নৃত্য দিবস হিসেবে নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যশোর ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বিকাল ৫টায় যশোরের টাউন হল ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় জেলা শিল্পকলা একাডেমী ভবনে।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নৃত্য বিতান, শেকড়, সুর বিতানসহ যশোরের অর্ধশত প্রতিষ্ঠানের নৃত্য শিল্পীরা। এ ছাড়া সন্ধ্যায় রওশন আলী মঞ্চে নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির শেষ হয়।
১৯৯২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৫ সাল থেকে বাংলাদেশেও পালিত হয়ে আসছে দিবসটি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/