Site icon suprovatsatkhira.com

যবিপ্রবিতে ডিএনএ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

যশোর প্রতিনিধি: শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
যবিপ্রবির জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের বায়োটেক্স সোসাইটি আয়োজিত শোভাযাত্রায় ডিএনএ-এর গঠন, ডিএনএ-এর মডেল সংবলিত বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনের গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, জিইবিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল আমিন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, জিইবিটির সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দাস, প্রভাষক শোয়েব, সিফাত রাহী, অভিজিৎ দাস প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version