Site icon suprovatsatkhira.com

মণিরামপুর পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করার ঘোষণা এলজিআরডি মন্ত্রীর

মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর: ৩০ লক্ষ শহিদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ ভিক্ষুকের দেশ হতে পারে না। এ দেশ হবে উন্নত বাংলাদেশ। বাঙালি জাতি হবে বিশ্ব দরবারে এক গর্বিত জাতি। উন্নত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সরকার সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রার রোল মডেল হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। শুক্রবার (১২এপ্রিল) বেলা ১২ টায় মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের নব-নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এর মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা মন্ত্রী নয় একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার সরকার দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে এদেশকে এক’শটি ইকোনমিক জোন-এ ভাগ করেছেন। যেখানে ১ কোটি ২৮ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ব্যবস্থা, শিল্প-কলকারখানা, যোগাযোগ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ভৌত অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, চাকুরিজীবীদের বেতন বৈষম্য হ্রাস, মাদক নির্মূল, ক্রীড়ার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠাসহ বহুমুখী উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে এ দেশ হবে সিঙ্গাপুর, থাইল্যান্ডের ন্যায় উন্নত বাংলাদেশ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মণিরামপুর উপজেলার সার্বিক উন্নয়ন কল্পে যা যা দরকার তিনি সাধ্যমত সে সব উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং তিনি মণিরামপুর পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে প্রধান লক্ষ্য ‘গ্রাম হবে শহর’। আর এই গ্রামকে শহরে রূপ দিতে যে মন্ত্রণালয় কাজ করছে, সেই মন্ত্রণালয় হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমি এই মন্ত্রণায়লয়ের দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আমরা মণিরামপুরবাসী এ জন্য গর্বিত ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন সিকদার, উপজেলা আওয়ামী লীগেরে সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং ফিতা কেটে উপজেলা পরিষদের নব-নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version