Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে বসতবাড়ির জমি জবর দখলের অভিযোগ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বসতবাড়ির জমি অবৈধভাবে জোর পূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার খড়িঞ্চী গ্রামের আফজাল হকের ছেলে আব্দুল আলি স্থানীয় মৃত মজব আলীর ছেলে আমিনুল ইসলামের নিকট থেকে ৫০নং খড়িঞ্চী মৌজাস্থ ১২.১৭ শতক জমি ২০১৬ সালে ক্রয় করে (যার কবলা দলিল নং- ২০৯৩/১৬) ভোগ দখল করে আসছেন। কিন্তু বর্তমানে পাশ্ববর্তী প্রতিবেশী শাহাবুদ্দীন আহম্মেদ ও হাফিজুর রহমান তফসিল বর্ণিত জমি জোরপূর্বক জবর দখল করেছে। জমির মালিক আব্দুল আলি জমি দখল নিতে গেলে প্রতিপক্ষ শাহাবুদ্দীন আহম্মেদ ও হাফিজুর রহমান বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করছে। ক্রয়সূত্রে মালিক আব্দুল আলি এ ঘটনা থেকে পরিত্রাণ পেতে প্রতিপক্ষ শাহাবুদ্দীন আহম্মেদ ও হাফিজুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) বরাবর অভিযোগপত্র দায়ের করেছেন। অভিযোগ পত্রের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার রাকিব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিনে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদী-বিবাদীদের ডেকে একটি নির্দিষ্ট তারিখে বসার কথা বললেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রশাসনের আদেশ অমান্য করে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে।
জমির মালিক আব্দুল আলি বলেন, অন্যায়ভাবে আমার খরিদকৃত জমি জবর দখল করা হচ্ছে। এ থেকে পরিত্রাণ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি পুলিশ সুপার (মণিরামপুর সদর সার্কেল) বরাবর আবেদন করেছি। সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সদর সার্কেল) রাকিব হাসান বলেন, অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করতে দেওয়া হবে না, সে যে-ই-হোক। এ ব্যাপারে কঠোর হস্তক্ষেপে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version