Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে প্রসূতির মৃত্যু: ক্লিনিক মালিক গ্রেফতার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘঁটনায় দায়ের করা হত্যা মামলায় মনোয়ারা ক্লিনিকের মালিক আব্দুল হাইকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী আসাদুজ্জামান বাদী হয়ে রোববার (১৪ এপ্রিল) সকালে ক্লিনিক মালিক আব্দুল হাইসহ ১০জনের নামে এই মামলা দায়ের করেন।
গ্রেফতার আব্দুল হাই উপজেলার জামজামি গ্রামের আফসার আলী বিশ্বাসের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন, অভয়নগরের নওয়াপাড়া এলাকার সুব্রত মহলদার, উপজেলার কাজির গ্রামের শরিফুল ইসলাম, সুবলকাঠি গ্রামের সাইফুল ইসলাম, জয়পুরের মোন্তাজ হোসেন, স্বরূপদহ গ্রামের তানিয়া সুলতানা হালিমা, হাসাডাঙ্গার নাসিমা খাতুন, সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের দীপা খাতুন, রামনগরের মঞ্জুয়ারা খাতুন এবং আব্দুল হাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুন। মণিরামপুর থানার ইন্সপেক্টর (সার্বিক) সহিদুল ইসলাম বলেন, আসাদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ক্লিনিকের মালিক আব্দুল হাইকে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযোগটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। বাকি আসামিদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version