রাকিব হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (মণিরামপুর): মঙ্গলবার রাতে প্রবল বেগে বয়ে যাওয়া ঝড় ও প্রচ- শিলা-বৃষ্টিতে যশোরের মণিরামপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা-বৃষ্টি ও ঝড়ে বোরো ধান, পিঁয়াজ ও রসুনের ক্ষেতে বেশ ক্ষতি হয়েছে। জরে গেছে আমের গুটি। অধিকাংশ বোরো ধান ক্ষেতে ধানের কুশি বের হচ্ছে- এমন সময়ে ঝড়-বৃষ্টি হওয়ায় ধানের ফলনে বিপর্যয়ের আশংকা করছেন কৃষকেরা।
জানা গেছে, উপজেলার খালিয়া, চন্ডিপুর, হানুয়ার, হেলাঞ্চিসহ আশপাশের গ্রামে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী জমিতে পিঁয়াজ রসুনের চাষ হয়েছে। অধিকাংশ জমির পিঁয়াজ-রসুন কৃষকরা এখনও ঘরে তুলতে পারেনি। শত শত একর জমির পিঁয়াজ-রসুন এখনও ক্ষেতে রয়েছে। এমতাবস্থায় প্রচ- শিলা-বৃষ্টিতে ক্ষেতের পিঁয়াজ-রসুনের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এতে চাষীরা আবাদকৃত পিঁয়াজ রসুন নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে। তা ছাড়া গত ২-৩ দিনের ব্যবধানে কয়েক দফা ঝড় ও শিলা-বৃষ্টিতে ফসলের পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কৃষক ইসলামুল হক পনি জানান, মাঠে শত শত বিঘা জমির পিঁয়াজ ও রসুন এখনও জমিতে রয়েছে। যা শিলা-বৃষ্টিতে নষ্ট হয়ে যাবার আশংকা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোরো ধানের কুশি বের হবার সময়ে ঝড়-বৃষ্টিতে কিঞ্চিত ক্ষয়-ক্ষতি হয়েছে। আর ঝড়-বৃষ্টি না হলে তেমন ক্ষয়-ক্ষতি হবে না বলে সংশ্লিষ্ট কৃষি অফিসের কর্মকর্তারা জানান।
মণিরামপুরে ঝড় ও শিলা-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/