Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে ইজিবাইক উল্টে আলিম পরীক্ষার্থীসহ আহত ৩

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই আলিম পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় আহত শিহাব তার ভেঙে যাওয়া হাত নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে মণিরামপুর-কালিবাড়ি সড়কের সাতনল জোড়া ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বাহিরঘরিয়া-গোপালপুর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মালেক জানান, আলিম শ্রেণির ফিকাহ (প্রথম পত্র) পরীক্ষায় অংশ নিতে বুধবার সকালে ইজিবাইকে চড়ে মণিরামপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে আসছিল পরীক্ষার্থীরা। রাস্তার পিচ ও খোঁয়া উঠে যেয়ে বড় বড় খানা-খন্দে পরিণত হওয়ায় ওই ইজিবাইকটি মণিরামপুর-কালিবাড়ি সড়কের সাতনল জোড়া ব্রিজের কাছে এসে উল্টে যায়। এ সময় বাইকের ৯-১০ জন যাত্রীর মধ্যে গুরুতর আহত হয় আলিম পরীক্ষার্থী শিহাব ও বুশরা। এছাড়া আরও একজন পথচারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসাকল্পে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত শিহাবকে দেখে বলেন, তার বাম হাত ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু শিহাব পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিচলিত হয়ে পড়ে। এ কারণে হাসপাতালের চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা কেন্দ্রে পাঠান। অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, শিহাব ভাঙা হাত নিয়ে খুবই যন্ত্রণার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে তাকে সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মণিরামপুর ফাজিল মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা শহিদুল্লাহ বলেন, হাত ভেঙে যাওয়ায় শিহাব বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে। আর বুশরা ১৬ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নিয়েছে। দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসা শেষে পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পরে আহত দুই পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আসা সত্ত্বেও তারা যথারিতি পরীক্ষা দিতে পেরেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version