Site icon suprovatsatkhira.com

বেনাপোল বন্দরে আমদানি বহির্ভূত মালামালসহ ট্রাক জব্দ

শার্শা প্রতিনিধি: বেনাপোল বন্দরে আমদানি বহির্ভূত মালামালসহ ট্র্রাক জব্দ করেছে কাস্টমস্ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টম হাউসে জব্দকৃত পণ্য চালানটির পণ্য পরীক্ষা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পণ্য চালানটির প্যাকিং লিস্টে আমদানি করা হয় ২৫ কার্টুনে মাত্র ৫০০ কেজি ফুড ফ্লেভার। কিন্তু পণ্য চালানটি জব্দ করার পর ঐ ট্রাকটি থেকে ২০০ কেজি ক্যামিকেলসহ বিপুল পরিমান রেডিমেট গার্মেন্টস, শাড়ি, থ্রি-পিচসহ আমদানি নিষিদ্ধ সিরিন্স পাওয়া যায়। যা থেকে সরকারের রাজস্ব ফাঁকি দেয়া হয়েছিল কয়েক লাখ টাকা।
বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জানান, গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় একজন আমদানিকারক ভারত থেকে ঘোষণার আড়ালে একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ উর রহমান বন্দরের সেড এলাকা থেকে পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান ( ট্রাক) জব্দ করেন। পরে ট্রাকটি কাস্টমস্ হাউসে নিয়ে আসা হয়। মালামাল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ঘোষণার বহির্ভূত পণ্য পাওয়া গেছে। পণ্য চালানে ঘোষণা বহির্ভূত পণ্য থাকায় চালানটি আটক করা হয়েছে। চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলো মেসার্স আহাদ এন্টার প্রাইজ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version