Site icon suprovatsatkhira.com

বেনাপোলে রিমান্ডের ভয় দেখিয়ে পুলিশের ঘুষ বাণিজ্য!

শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে শরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে রিমান্ডের ভয় দেখিয়ে বিপুল অংকের ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে পোর্ট থানার এসআই মিজান বিরুদ্ধে।
জানা যায়, ৮ এপ্রিল অনুমানিক ১টার সময় বিজিবি ধাওয়া দিলে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম। পরে ১০ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে পোর্ট থানার এসআই মিজান মাদক বহনকারী পলাতক আসামি শরিফুলকে আটক করে থানায় এনে রিমান্ডের ভয় দেখিয়ে বিপুল অংকের টাকা দাবি করে। তার কিছুক্ষণ পরে এসআই মিজান মাদক বহনকারী শরিফুলের স্ত্রী কহিনুর বেগমের কাছে মুঠো ফোনের মাধ্যমে কথা বলে টাকা আনতে বলে। এ সময় এসআই মিজান রিমান্ডের ভয় ভীতি দেখান। পরে শরিফুলের স্ত্রী কহিনুর বেগম নগদ ১৪ হাজার টাকা এসআই মিজানকে দেওয়ার জন্য বাজারের শ্রমিক টোল ঘরের পিছনে যান। সেখান থেকে এসআই মিজান টাকা নিয়ে যায়। শরিফুলের স্ত্রী কহিনুর বলেন, আমার সংসার খুব অভাবের বলার পরেও ওই পুলিশ কর্মকর্তা কোনো কথা শোনেনি। অনেক কাকুতি মিনুতি করার পর যাওয়ার সময় আমার সন্তানকে ৫০ টাকা খাওয়ার জন্য দিয়ে যায়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই মিজানের মুঠো ফোনে কথা বললে তিনি ঘটনা অস্বীকার করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিমের কাছে মুঠো ফোনে বলেন, এ বিষয়ে আমিতো কিছু জানিনা। কিন্তু কি কারনে কেনো এমন করলো আমি না জেনে কিছুই বলতে পারবো না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version