ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের কর্ম পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং লিডার্স এর সহযোগিতায় ৪নং ওয়ার্ডের ৮২নং কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্বারী আব্দুর রহিম কুদুরীর কোরআন তেলাওয়াত ও মাখন লাল মন্ডলের গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি.এম আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স প্রতিনিধি মো. শওকত হোসেন, ইউপি সদস্য কৃষ্ণপদ মন্ডল, মুক্তিযোদ্ধা ছফেদ আলী গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি সাকের আলী গাজী, বিশিষ্ট ব্যবসায়ী জি.এম রুস্তম আলী, ইউএফপি ইন্সপেক্টর জিল্লুর রহমান, উজ্জ্বল দাস, যুবলীগ নেতা আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জি.এম আলিমুজ্জামান আলিম, মাখন লাল মন্ডল, নুরুল আলম মশাল, নুর ইসলাম পাভেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এখানকার প্রত্যেক সচেতন নাগরিকই জানেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত আমরা জলবায়ু পরিবর্তন জনিত নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। এইসব সমস্যা বিবেচনায় নিয়ে ২০১৯-২০ অর্থবছরের কর্মপরিকল্পনা গ্রহণ ও বাজেট প্রণয়ন করে করা হোক।
ওয়ার্ড সভায় এলাকার সুধীসমাজ, শিক্ষক প্রতিনিধি, ইমাম, পুরোহিত, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নারী-পুরুষ সকলে তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন।
বুড়িগোয়ালিনীতে বাজেট প্রণয়ন বিষয়ক ওয়ার্ড সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/