Site icon suprovatsatkhira.com

পারকুমিরা গণহত্যা দিবস পালিত

পাটকেলঘাটা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পাটকেলঘাটায় পারকুমিরার পুটিয়াখালী গণহত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষ্যে শহিদ বেদীতে পুষ্পমাল্য প্রদান করা হয়। শহিদ স্মরণে একে একে পুষ্পমাল্য প্রদান করে তালা উপজেলা প্রশাসন, তালা উপজেলা আওয়ামী লীগ, তালা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা কৃষকলীগ, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, তালা উপজেলা ছাত্রলীগ, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণসহ বিভিন্ন সংগঠন। এরপর আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, শহিদ পরিবারের সন্তানদের সম্মননা স্মারক প্রাদান করা হয়।
গণহত্যা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও তালা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি স ম আতিয়ার রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদ পরিবারের সন্তান, পারকুমিরা গণহত্যা সংরক্ষণ কমিটির সভাপতি ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, সহকারী কমিশনার (ভূমি) অনিমেশ বিশ্বাস, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, পাটকেলঘাটা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হাই, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহরুল হক, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, অধ্যাপক আসাদুল হক প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version