যশোর প্রতিনিধি: চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একাধিক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে। এরমধ্যে ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চারজনের অবস্থা আশংকাজনক। আহত চারজন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া এই গ্রামে হামলা-মামলার হুমকিতে নৌকা প্রতীকের সমর্থক, কর্মী ও ভোটাররা গ্রাম ছাড়া রয়েছেন বলে জানা গেছে।
আহতদের স্বজন ইব্রাহীম হোসেন জানান, সৈয়দপুর গ্রামের পিয়ার আলীর ছেলে ইসহাক আলী (৪২), মোসলেম আলীর ছেলে শামসুর রহমান (৬৫), ওয়াজেদ আলীর ছেলে আবু তাহাজ (৪৩) ও জোহর আলীর ছেলে আয়ুব হোসেন (৪৫) হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার সকাল ১০টায় তাদের ওপর হামলা হয়। সবাইকে নৌকায় ভোট দেয়ার অপরাধে হামলা করা হয়েছে। নৌকার ভোটার সমর্থকদের হামলা-মামলা হুমকি দিয়ে গ্রাম ছাড়া করা হয়েছে। নৌকার পক্ষের কোন পুরুষ মানুষ গ্রামে নেই। ফুলসারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোবহানুল আলম বাবু জানান, তার নেতৃত্বে সৈয়দপুর গ্রামে নৌকা প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণ ড.মোস্তানিছুর রহমানকে জয়ী করেছে। এ কারণে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভোটের থেকে নৌকার লোকজনের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়েছে। এমনকি বাবা নৌকায় ভোট দিয়েছে বলে এইচএসসি পরীক্ষার্থী স¤্রাট আলীও হামলা থেকে বাদ যায়নি। ষড়যন্ত্রমূলক মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি নিজে ও তার গ্রামের মফিজুর রহমান, বাবলু, জামাল মন্ডল, আজিজুর রহমান, কুরবান আলী, ওহিদুল ইসলাম, মোহন আলী টিটো, ঠান্ডু, নজরুল ইসলাম, এইচএসসি পরীক্ষার্থী স¤্রাট আলী ও শরিফুল ইসলাম। মামলার পর বুধবার একই গ্রামের আলতাফ হোসেনের নেতৃত্বে তার ছেলে কবির হোসেন, মতিয়ার রহমানের ছেলে শিপন, আকবর আলীর ছেলে আব্বাস ও আজগর, আব্দুল আজিজের ছেলে শওকত, আলতাফের ছেলে বিপুল, মহিউদ্দিনের ছেলে শরীফুল, আমজাদের ছেলে আমিরুল, লুৎফর রহমানের ছেলে ঠান্ডু মিয়া ও আলম মিয়া, আবেদ আলীর ছেলে জাহিদ ও মনিরুল, আব্দুল আজিজের ছেলে জয়নুর ও মিজানুর রহমান নৌকা প্রতীকের লোকজনের উপর হামলা চালিয়ে আহত করেছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, সৈয়দপুর গ্রামে নৌকায় ভোট দেয়ার কারণে হামলা হয়েছে এ ধরণের কোন অভিযোগ তার কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে ওই গ্রামে নৌকার লোকজন আনারসের লোকজনের উপর হামলা করেছে এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। এ অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
নৌকার ভোট দেয়ায় চৌগাছায় একটি গ্রাম পুরুষ শূন্য
https://www.facebook.com/dailysuprovatsatkhira/