Site icon suprovatsatkhira.com

কেশবপুর-ভেরচী ভায়া বড়েঙ্গা সড়ক চলাচলের অযোগ্য, সংস্কারের দাবি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর-ভেরচী ভায়া বড়েঙ্গা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন পথচারীসহ হাজার হাজার ভুক্তভোগী মানুষ।
জানা গেছে, সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৮ সালে কেশবপুর টু গৌরীঘোনা ভায়া বড়েঙ্গা সড়কটি পাঁকা করা হয়। বিগত দু’টি বন্যায় সড়কটি ক্ষত বিক্ষত হয়ে যায়। পরবর্তীতে সড়কটি সংস্কার করা হলেও ভেরচী পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কটিতে অসংখ্য গর্তসহ ভাঙন দেখা দেওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দিয়ে বালু ও কাঠভর্তি ট্রাক চলাচলের কারণে অসংখ্য স্থান দেবে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভেরচী, দশকাহুনিয়া, বুড়–লী, সারুটিয়া, চুয়াডাঙ্গা, পাথরা, কন্দপপুর, সুজাপুর-সহ অসংখ্য গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। কৃষকরা উৎপাদিত পণ্য এই সড়ক দিয়ে আনা-নেওয়া করতে হিমশিম খেয়ে যায়। কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ঐ সড়ক দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে। জরুরী ভিত্তিতে কেশবপুর টু ভেরচী ভায়া বড়েঙ্গা সড়কটি সংস্কারের দাবি করেছেন পথচারীসহ হাজার হাজার মানুষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version