Site icon suprovatsatkhira.com

কেশবপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
জানা গেছে, পল্লী বিদ্যুতের উদাসীনতা ও খাম-খেয়ালিতে উপজেলাব্যাপী ব্যাপক বৈদ্যুতিক লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে। সন্ধ্যার পর থেকে একে বারেই বিদ্যুৎ থাকছে না। ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ কোমলমতি শিক্ষার্থীদের লেখা-পড়ার বিঘ্ন ঘটছে। ঘনঘন লোডশেডিং-এর কারণে ইলেক্ট্রনিকস মালামালের ক্ষতি হচ্ছে।
এদিকে, ভ্যাপসা গরমে উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে । ফ্রি জে রক্ষিত খাদ্য সামগ্রী নষ্ট হচ্ছে। মোবাইলে চার্জ না দিতে পারায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাংবাদিকরাও লোডশেডিং-এর কারণে নিউজ লিখতে ও পাঠাতে পারছে না। এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় উপজেলাব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে লোডশেডিং বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version