কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
জানা গেছে, পল্লী বিদ্যুতের উদাসীনতা ও খাম-খেয়ালিতে উপজেলাব্যাপী ব্যাপক বৈদ্যুতিক লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে। সন্ধ্যার পর থেকে একে বারেই বিদ্যুৎ থাকছে না। ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ কোমলমতি শিক্ষার্থীদের লেখা-পড়ার বিঘ্ন ঘটছে। ঘনঘন লোডশেডিং-এর কারণে ইলেক্ট্রনিকস মালামালের ক্ষতি হচ্ছে।
এদিকে, ভ্যাপসা গরমে উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে । ফ্রি জে রক্ষিত খাদ্য সামগ্রী নষ্ট হচ্ছে। মোবাইলে চার্জ না দিতে পারায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাংবাদিকরাও লোডশেডিং-এর কারণে নিউজ লিখতে ও পাঠাতে পারছে না। এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় উপজেলাব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে লোডশেডিং বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন উপজেলাবাসী।
কেশবপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/