Site icon suprovatsatkhira.com

কেশবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে খরিপ ১/২০১৯-২০ মৌসুমে উফসী আউশ চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version