কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। সহিংসতা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দু’টি পরিবার নিরাপত্তা দাবি করেছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠক করেন বেলকাটি গ্রামের মৃত মোকাম সরদারের ছেলে মশিয়ার রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ এপ্রিল দুপুরে বেলকাটি গ্রামের নওশের আলী গাজীর ছেলে কওছার আলী গাজী ও তার ছোট ভাই আবু দাউদ গাজীর নেতৃত্বে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাকে এবং একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে কামরুজ্জামানের উপর চড়াও হয়। বেলকাটি গ্রামের কওছারের দোকানের সামনে উপস্থিত এলাকাবাসীর সহায়তায় হামলাকারীরা পিছু হটলেও আমাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে তারা বীরদর্পে স্থান ত্যাগ করে। এ ঘটনায় আমরা দুটি পরিবারে লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছি। এলাকাবাসীও তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। উল্লেখ্য কওছার আলী গংদের বিরুদ্ধ জমি বিক্রির নামে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত মশিয়ার রহমান ও কামরুজ্জামান প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে তাদের পরিবারের নিরাপত্তার দাবি জানান।
কেশবপুরে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত: সংবাদ সম্মেলনে দু’টি পরিবারের নিরাপত্তার দাবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/