যৌতুক নামের কৌতুক চলছে দেখ, সমগ্র বাংলার বুকে চেয়ে। পুত্র পক্ষ বেজায় খুশি, এই কৌতুক পেয়ে। যৌতুকের দায়ে ভুগছে দেখ, কত মা বোন। এরই দায়ে বাংলার বুকে হচ্ছে, হাজার হাজার খুন। যৌতুকের টাকা দিলে পরে, কন্যার মুখে হাসি। এরই দায়ে কত মা বোন দিচ্ছে, আপন গলে ফাসি। কন্যা হবে শাহাজাদি, যৌতুকের টাকা দিলে রাশি- রাশি। আর যৌতুকের টাকা না দিলে, কন্যা বাড়ির দাসী। কত বোন ভুগছে দেখ যৌতুকের-ই দায়ে। চামস খুনতি পুড়িয়ে আবার, ধরছে তাদের গায়। যৌতুকের টাকা আদায় করা, খুব-ই জঘন্য কাজ। এ ব্যাপারে কুরআন হাদিসের, আছে অনেক সাজ। আসুন সবাই, করি পণ। যৌতুক নামের কৌতুক টাকে, ঘৃণা করি আজীবন।
8,559,002 total views, 9,608 views today