দুঃখ দেবে ভাই আমায়, দুঃখ দেবে মোরে
দুখের খোঁজে পথ চলি হাজার বছর ধরে,
চিরনীল আকাশ যদি দেখতে কি তারে?
মেঘে ঢাকে নীলাভ বলে হাসি যে ধরে,
মেঘের ভেলা কভু ভাসে তুলার মত
চাঁদ হাসে যে তারই বুকে তাঁরা শত শত,
জীবনেরই বাঁকে বাঁকে সাদা কাল মেঘে ঢাকে
তাইত যবে সূর্য ওঠে লাগে মোহনীয় তাকে,
প্রেম বিরহে পুড়ে হৃদয় খাটি সোনা হয়
তাইত সে যে ধরার বুকে দামী হয়ে রয়,
দুঃখেরই চাঁদরে মন ঢেকে রাখ যদি
এক ফালি সুখ সেথায় যেন প্রবাহী নদী,
সুখ যদি প্রাপ্তি হয় গো দুঃখ কেন নয়
একটি বাদে অন্যটি কি তব ধারে রয়?
তাইত পাগল কবি ধরে দুঃখ এক এক করে
সুখ যে তারই সাথে রবে অনন্তকাল ধরে।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/