মহানায়ক শেখ মুজিবুর রহমান…
মুক্তিযুদ্ধের জন্য করেছেন আহ্বান,
ব্রিটিশ চালায় হত্যাযজ্ঞ,
বাংলার পরিবেশ করছে ল-ভ-,
ধর্মের নামে পাকিস্তানি হয়েছে হাজারো রাজাকার,
বাঙালি হয়েও বলে বাংলার বিরুদ্ধে অস্ত্রধর,
পলাশীর প্রান্তরে হাজারো ঘুমন্ত সেনা,
হত্যা করলো পাকিস্তানিরা যুদ্ধ ঘোষণা ছাড়া,
মর্মান্তিক হত্যাযজ্ঞের ব্যাপক শত্রু বিভীষণ,
নিজস্বার্থ হাসিলে ঘরের শত্রুর পদার্পণ,
রাজাকার করলো বেঈমানি,
তৈরী হলো আল বদর আল শামস বাহিনী,
হত্যাকা-ে দায়ী রাজাকার, প্রাণ হারায় নিরীহ বাঙালি,
অন্যায় যদি করে থাকে করোছিলো উপরমহল,
ঝগড়া বিবাধ বেধে গেলো বাধলো কোলাহল,
কথা রাখেনি শেখ মুজিবের,
রেখেছিলেন ভূট্ট সাহেবের,
ক্ষিপ্ত জনগণ বাড়লো তীক্ততা,
প্রাণ গেলো সবি শিক্ষিত জনতা,
নিকৃষ্ট চরিত্র সব একেক ব্রিটিশসেনা,
নীরিহ জনগণকে করলো নির্বচারে হত্যা,
সালাম, শফিক, রফিক, মতিউর, বরকত,
করেছিলেন গ্রহণ বাংলা মায়ের শপথ,
দেশের জন্য লড়বো মোরা, তুয়াক্কা নয় জীবন,
জীবন দিয়ে হতে চাই দেশমাতৃকার আপন।।
কবিতা: মর্মান্তিক ইতিহাস
https://www.facebook.com/dailysuprovatsatkhira/