সুস্মিতা রানী মন্ডল। শৈশব কাটিয়ে,
যৌবনে পদার্পণ তাহার পরিণত-
হয়েছে বিবাহ বন্ধন চিরসত্য,
চির স্মরণীয় অমোঘ বিধান এ বিবাহ বন্ধন।
ভাগ্য বরণ করে নিয়ে চলেছে, শ্বশুর আলয় গমন,
স্নেহ মমতায় ঘিরে রেখেছিল পিতা মাতা-
পঞ্চানন ও কানন মন্ডলের স্নেহের বন্ধনে।
শ্বাশত সত্য নিয়ে বিধির বিধান,
লেখা রয়েছে জন্ম, মৃত্যু, বিয়ে-
এই তিনটে সত্য কথা মেনে নিয়ে
সমস্ত বন্ধন ছিন্ন করে চলেছে শ্বশুর আলয় গমন,
হায়রে ভাগ্য মেয়েদের জীবনে,
লেখা ছিল চিত্র গুন্তের খাতায়-
এমন কথা কোথাও লেখা থাকছে না কবির পাতায়।
শ্রীকৃষ্ণের পাদ পদ্মে হাত রেখে,
সুষমিতা জীবনে মঙ্গল প্রদীপ জ্বেলে উঠুক-
এই কামনা করি তাঁহার পার্থিব এই সংসার,
যেন উজ্জ্বল হয়ে ফুটে উঠুক-
প্রার্থনা এবং বিবাহ বন্ধন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/