স্বাধীন দেশের, স্বাধীন পতাকা,
স্বাধীন বাংলার মানুষ।
আর স্বাধীন সারা বাংলা,
ঘরে ঘরে আলোর প্রদীপ মালা।।
বলো মাগো স্বাধীনতা কেমন করে হলো,
মা বললো, একাত্তরের পাক বাহিনী।
বাংলায় যখন এলো,
চারদিকে আধার হলো।
ঘরে ছিলনা আলো।
দিনের বেলায় শকুনগুলো,
কেমন করে রয়,
ঘরের পাশে লাশ ফেলানো।
শুধু করে হায়।
বাবা, স্বাধীনতা এমন করে হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/