কঠিন মাটির দুয়ারে অথৈ কান্না
ও জলে জ্বলে না দেহ, চিবুকে ঝরে জল
চঞ্চল চিত্তে আমার অবাক পৃথিবী।
মলিন দ্রাঘিমায় ঝুরঝুরে রোদ;
ফোঁটা জুঁইয়ের ফুটফুটে কলি–
শোনো বালিকা, যা বলি;
এপদ্য তোমার জন্য।
মেঘের উঠোনে আজ করতোয়া ঢেউ
মুনি বোঝে? তা বুঝুক! জানে না কেউ।
এই চাঁদে হবে সব হিসেবের লেন-দেন
পূর্ণিমা কি হবে চেয়ে?
ভাঙা ঝড়ে ভাঙেনি ঘর
তাতে কি? সবই আপন, নতুন বর।
এই বার খোলো মুখ, চোখ তুলে দেখো,
তোমার গহীনে ফোঁটাবো বকুল ঘ্রাণ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/