Site icon suprovatsatkhira.com

কবিতা: এত হাঁসি কোথায় পেলে?

এত হাঁসি কোথায় পেলে?
হাঁসিতে যে মুক্ত ঝরে,
হাঁসি আর হাঁসি যেন হীরা-মানিক্য রাশি রাশি,
কুড়িয়ে এনেছো নাকি ধার করেছো শুনি?
উত্তরে আমি………কেন?
পেয়েছি ঐ কুসুমবাগের ফুলে,
ভ্রমরের ঘেরাও ফুলে ফুলে,
শস্য-শ্যামলে ভরা তেপান্তরের মাঠে,
সাগরের ঢেউভাঙা অথই জলে,
কল্লোলিত নদীর বুকে নাওয়ের পালে,
ঘোর আধারে জোনাক জ্বলে,
জোৎস্না মাখা চাঁদের হাঁসি ঊর্ধ্ব গগণে।
বসন্তে কোকিলের ডাক সুন্দরীর ডালে,
শীতের হীমবুড়ি কাঁপন আর কাঁথা কম্বলে,
হেমন্তের টানে, নদীর তীরে দুলিত কাশবনে,
বাদল দিনে অবিরল বৃষ্টির ¯্রােতে,
ফল-ফলাদির রসালো মধুময় গন্ধে,
একটু দখিণা হাওয়া ঘামঝরা দুপুরে,
উদার প্রকৃতির ছোয়া ধরেছে আমার মনে,
এত হাঁসি কুড়িয়ে পেলাম ভাই প্রকৃতির প্রাণে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version