একটি তারা দূর আকাশে আউলা ঝাউলা করে
সেই তারাটা জেগে থাকে বারান্দার রেলিং ধরে
সে আমার কেউ না,
আমি তার কেউ– তার সরল নদীর ঢেউ।
মিষ্টি বিকেল, দুষ্টু দুপুর, নুন-মাখানো ভোর
রাত-দুপুরে খুঁজতে আকাশ খুলে রাখে দোর
তার মন ভাঙানো ছল– জ্যৈষ্ঠের ডাসা ফল
চল, দেখাই তোরে–
দেখতে ন্যাকা, দেয়না ছ্যাকা
যেনো প্রেমিক অবিকল।
পড়শী পাড়ার বড়শি পাতা ষোড়শীদের ফাঁদ
এই তল্লাটে হঠাৎউদয় যেনো পূর্ণ শশীর চাঁদ।
জোয়ার এলে ঘাপটি মারে
ভাটাতে যায় পারে
পারাপারের যোগ্য ভেবে কলকাঠি যেই নাড়ে
ধপাস করে যায় পড়ে যায়, পাড়ে
সুযোগ খোঁজে চড়বে মড়ার ঘাড়ে।
এই মড়া তো সেই মড়া নয়, ডরায় পেলে ভয়
খুঁজছি এমন আহন-বাহন, কে যে তারে কয়?
কি কারণে আজ? কোন ভাবনায়? করছে শুধু ভয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/