Site icon suprovatsatkhira.com

কবিতা: একটি চাপা ব্যথা

ওগো শিউলি ফুল, বকুল ফুল ওগো হলুদ চাপা
আজ আমার মন চেয়েছে পড়তে তোদের খোপা।
কদম ফুলের পাপড়ি নিয়ে খেলব সারা দিন,
বৌ টুবানিকে বৌ সাজায়ে কেটে যাবে দিন।
ওরে হলুদ গাদা, তুই ফুটবি কবে বল?
ফুটলে তবে মুছেদিতিস আমার চোখের জল
ঘাস ফুল মোরগ ফুল তোরা সবাই কই?
ফুটবি যেদিন বলব সেদিন বানাবো তোদের সই।
শাপলা ফুলকে আর দেখিনা
পাইনা তাহার খোঁজ,
তার কথা ভেবে ভেবে কেটে যায় যে দিন রোজ
গোলাপকে আপন করতে গেলেও,
পাইনা তাকে ছুতে,
ধরতে গেলে ক্ষত-বিক্ষত করে কাটার আঘাতে,
গোলাপ তোকে বলে রাখি একটা কথা শোন,
পরজন্মে ভ্রমর হয়ে ফিরব আমি কাড়তে
তোর ঐ মন।
সবাইকে পাইলাম রে গোলাপ তোকে
পাইলাম না,
সব ফুল বুঝল আমায়
গোলাপ, তুই বুঝলি না।
গোলাপ, তোকে না পেয়ে চাপা ব্যথা
রয়ে গেল বুকে,
আজ আমায় রেখে কার সাথে
আছিছ বড় সুখে?

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version