গাঢ় সবুজের চাদরে ঘেরা
আমাদের এই দেশ,
নদী, মাঠ, অরণ্য, পাহাড়
রূপের নেইকো শেষ।
আম, জাম, কাঁঠাল, লিচু
তাল, নারিকেল, বট
নয়নাভিরাম রূপ
যেন সবুজের হাট।
সবুজ ধানের ক্ষেতে
বাতাস যখন বয়,
সবুজের তরঙ্গ বুঝি
হাতছানি দিয়ে ডাকে আয়।
আমার দেশে আছে ডোবা, পুকুর
দীঘি ভরা স্বচ্ছ জল,
তার পাড়ে পাড়ে দেখি
নয়নাভিরাম নানা ফুল-ফল।
মগডাল হতে শিশু-কিশোর সবে
পানিতে মারে লাফ,
সন্ধ্যা হলেই খোঁজে কম্বল-কাঁথা
লাগে বুঝি কাঁপ।
কাক ডাকা ভোরে মানব সকল
ঘুম থেকে ওঠে,
পুকুর-ডোবার স্বচ্ছ জলে
পদ্ম-শাপলা ফোঁটে।
নিশির অমানিশায়
ঘোর অন্ধকারে,
জোনাক জ্বলা আলোয় সবে
পথ চিনে ফেরে ঘরে।
রাতের আকাশ
যেন স্বর্গের লীলাভূমি,
এমন স্থান কোথাও
খুঁজে পাবে নাকো তুমি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/