তুমি কি দেখেছ কান্নার ভাজে হাসি। দুখিনী মাতার আজ বুকভরা হাসি।। চিতার আগুনে তপ্ত সীসার। পাবে কি রক্ষা সন্তান তার।। করিতে বড়াই শক্তির লড়াই। মরিল এক, অন্য ছোড়া, শোনা যায়।। ছিল আমার খোকা সেথায় আর। দিল দোষ, করিল অভিনয় তার।। ডাকিল শালিস, করিল নালিশ মোর লয়। মৃত্যু যন্ত্রণায় মাতা বলিল দোহাই।। করিনি দোষ, খোকা আমার বড় অসহায়। অবশেষে আনিল প্রমাণ, করিল সুপারিশ। মুক্তি পেলে বিধায় হইয়া নির্দোষ।। সেই খুশিতে নয়নের জল টল টল তার। হাসিয়া ফেলিল মাতা আমার।।
8,559,032 total views, 9,638 views today