যশোর প্রতিনিধি: মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা দাবি বাস্তবায়নে যশোরের অভয়নগরে দুইটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা লাঠিসহ লাল পতাকা নিয়ে রাজপথ-রেলপথ অবরোধ ও পাটকলে ধর্মঘট করছে। যা বৃহস্পতিবারও তৃতীয় দিনরে মত অব্যাহত ছিল।
বৃহস্পতিবার ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভয়নগর উপজেলার যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটের সামনে লাঠিসহ লাল পতাকা মিছিল নিয়ে যশোর-খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করে।
৪ ঘণ্টার অবরোধ চলাকালে যশোর-খুলনা মহাসড়ক ও রেলপথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে শ্রমিক নেতারা জানান। তাদের দাবি যদি মেনে নেওয়া না হলে তাহলে আগামী বরিবার ৭ তারিখ থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/