এপ্রিল ২, ২০১৯
সাতক্ষীরায় এনজিও কর্মীর জিহ্বা কেটে ছিনতাই
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাহিদুল ইসলাম (৪০) নামে এক এনজিও কর্মীর জিহ্বা কেঁটে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা সড়কের কালভার্টের পশে এ ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম (৪০) জেলার কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙা গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, আশা সমিতির ব্যাংদহা শাখার মাঠ কর্মী জাহিদুল ইসলাম সোমবার রাতে ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা সড়কের কালভার্ট সংলগ্ন বেড়িবাঁধের উপর পৌঁছুলে বিপরীত দিক থেকে একটি মটরসাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী তার বাইসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনতাই করে নেয়। বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তার গলা চেপে ধরে জিহবা কেটে ক্ষত বিক্ষত করে এবং মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্যাংদহা বাজারের গ্রাম্য ডাক্তার সুমল কুমারের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আশা’র সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, এ ঘটনায় ব্যাংদহা শাখার ব্যবস্থাপক আল আমিন আল মামুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এনজিও কর্মীকে জিহ্বা কেঁটে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 5,727,501 total views, 4,961 views today |
|
|
|