Site icon suprovatsatkhira.com

শার্শায় ফের ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে শিক্ষকসহ ২০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আবারও ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষকসহ ২০ জন স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে প্রতিদিনের ন্যায় ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে থাকে। সাড়ে ১০টায় হঠাৎ করে ছাত্র-ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। একই সাথে স্কুলের এক শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ শিক্ষার্থীরা হচ্ছে, গোলাম রসুল (১২), শাপলা খাতুন (১১), সিনথিয়া (১৩), মুনতাহার (১৪), আরিফা খাতুন (১৪), রিয়া খাতুন (১১), মীম (১৫), ইব্রাহিম (১২), বিথি (১৩), বিল্লাল (১১), তাহসিন (১৪), নয়ন (১২), জান্নাতুল (১২), রুপা (১৪), প্রিতি (১৫) এবং শিক্ষক হোসেন আলী ও পাশের দোকানদার সেলিম।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কমুার সাহা জানান, সকালে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। দ্রুতই তারা সুস্থ হয়ে উঠবে।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বুধবার উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version