Site icon suprovatsatkhira.com

শার্শায় অবৈধ বালি উত্তোলনের অভিযোগে জরিমানা

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১৮ লাখ টাকা মূল্যের ৫০ হাজার সেপ্টি বালি জব্দ করা হয়। দ-প্রাপ্ত মোজাম্মেল উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের মৃত খলিল মোড়লের ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি জেরীন কান্তা এ কারাদ- প্রদান করেন।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি জেরীন কান্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কাছে অভিযোগ আসে শার্শার ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের কায়রের বিলে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। পরে আমি অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৫০ হাজার সেপ্টি বালি জব্দ করি।
এসময় বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ক্ষমতা বলে অভিযুক্ত মোজাম্মেলকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন, শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন।

১/ক পি-২ ছবি
কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে।
সূত্র জানায়, বুধবার (১৭ এপ্রিল) এসআই নাজিমউদ্দিনের নেতৃত্বে উপজেলার চন্দনপুর গ্রামের খোদা বক্স সরদারের ছেলে সালাউদ্দিন সরদারকে (২৯) নারী ও শিশু নির্যাতন ১১২/১৯ মামলায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
একইদিনে এএসআই আসাবুর রহমানের অভিযানে পৌর সদরের ঝিকরা গ্রামের জেহের আলী দফাদারের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি হাফিজুল ইসলামকে (২৭) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

২/ক, পি-২ (ছবি)
তালায় মাসিককালীন স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে অ্যাডভোকেসি সভা
তালা প্রতিনিধি: তালায় ‘মাসিককালীন স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে এনজিও, সিভিল সোসাইটি ও বে-সরকারিখাতের সমন্বিত প্রচেষ্টা’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল)) সকালে তালার উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন। উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্য’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রানী রায়, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, প্রভাষক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি, বিষ্ণু পদ মন্ডল, ধীরেন্দ্র নাথ সরদার, সাংবাদিক আশরাফ আলী, শেখ শওকত হোসেন, গাজী জাহিদুর রহমান, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, অরুন চন্দ্র ঘোষ, মঞ্জুয়ারা খালেক, গুলশান আরা প্রমুখ।

২/ক, পি-২ (ছবি)
তালা পানি কমিটি ও শালতা রিভার বেসিন কমিটির সভা
তালা প্রতিনিধি: তালায় উপজেলা পানি কমিটির বার্ষিক সাধারণ সভা ও শালতা অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উত্তরণ আইডিআরটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন পানি কমিটি নেতা প্রভাষক রেজাউল করিম, উপজেলা পানি কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, আশরাফ আলী, শেখ শওকত হোসেন, উত্তরণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পশ্চিম শালতা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি, পশ্চিম শালতা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু পদ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, ধীরেন্দ্র নাথ সরদার, শেখ আব্দুর রাজ্জাক, অরুন চন্দ্র ঘোষ, গুলশান আরা, গাজী জাহিদুর রহমান, মজিবর রহমান খান, মো. রফিকুল ইসলাম, জিএম শহিদুল্লাহ, এবাদুল গাজী, শিবপদ মল্লিক, শংকর সরদার, অসিম সরকার, পংকজ মন্ডল, প্রীতিশ মন্ডল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version