নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধ: মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে বোরো ধান পাকা শুরু হয়েছে। এ অঞ্চলের কৃষকেরা ধান কাটার অপেক্ষায় এখন প্রহর গুনছেন। বর্তমানে রাজগঞ্জ অঞ্চলের মাঠে মাঠে সবুজের মাঝে সোনালী ধান দুলছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার রাজগঞ্জ অঞ্চলের ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটী, শ্যামকুড়, রোহিতা, খেদাপাড়া ও হরিহরনগর ইউনিয়নে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ফসল চাষাবাদ করা হয়েছে।
রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবুজ ধান গাছে এখন সোনালী রংয়ের ধানের শীষ দুলছে।
রাজগঞ্জের হানুয়ার ও ঝাঁপা গ্রামের কৃষকরা জানিয়েছেন, রোপনকৃত বোরো ধানের শীষ পাকতে শুরু করেছে। ঝড় ও শিলা বৃষ্টিতে একটু ক্ষতি হলেও এখন কষ্টের ফসল ঘরে তুলতে পারলেই আমরা খুশি। প্রকৃতি আমাদের সহায় হলে ভাল ফলন পাব আশা করছি। এখন সোনালী ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছি।
কর্মরত কয়েকজন উপসহকারী কৃষি অফিসার বলেন, উপজেলার কৃষকরা যাতে তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। কৃষকদের পরামর্শ দিয়েছি ধান পাঁকার সাথে সাথে অপেক্ষা না করে কাটা শুরু করতে। এখন পর্যন্ত মাঠে ৫% ধান পেকেছে। এ সপ্তাহে ২৫% ধান পেকে যাবে। পনের দিনের মধ্যে ৫০% ধান পাকবে। এপ্রিলের ১৫ তারিখের মধ্যে পুরোধমে ধান কাটা শুরু হবে।
রাজগঞ্জে সোনালী ধানে ভরে গেছে মাঠ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/