কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে চার দলীয় জমিদার কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে কলারোয়া ফুটবল একাদশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে রতনপুর ফুটবল মাঠে রতনপুর তারক নাথ বিদ্যাপীঠের আয়োজনে ও শেখ কামাল স্মৃতি সংসদের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত ম্যাচে প্রধান অতিথি ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন রতনপুর তারক নাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আমজেদ হোসেন, রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল কবির টুটুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আব্দুল গফ্ফার মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় কলারোয় ফুটবল একাদশ ও সাতক্ষীরা ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলায় কলারোয়া ফুটবল একাদশ ১-০ গোলে সাতক্ষীরা ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর কবির, সহকারী ছিলেন মোমিনুর রহমান ও রাশেদুল ইসলাম। আগামী ৪ মে শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় রতনপুর ফুটবল একাদশ ও কলারোয় ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করবে।