যশোর প্রতিনিধি: যশোরে ‘ব-দ্বীপ উন্নয়ন ও পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি ও সরকারি এমএম কলেজ ভূগোল ও পরিবেশে বিজ্ঞান বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তালেব মিয়া, বিশেষ অতিথি প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপত্বি করেন বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির সভাপতি অধ্যাপক শেখ মনজুরুল হক। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. নুরুল ইসলাম।
সেমিনারে আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খ.ম শরীফুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মু. শামসুল আলম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ড. শেখ মেহেদী মোহাম্মদ ও উপশহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন ইকবাল।
যশোরে ‘ব-দ্বীপ উন্নয়ন ও পরিকল্পনা’ শীষর্ক সেমিনার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/