যশোর প্রতিনিধি: বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিতদের কর্মসংস্থানের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে চাকরিমেলা ও সেমিনার।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফের উদ্যোগে বুধবার ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত যশোর টাউন হল ময়দানে এ মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুল আওয়াল এ মেলার উদ্বোধন করেন। পরে টাউন হলে অনুষ্ঠিত হয় জব সেমিনার।
আরআরএফের চেয়ারম্যান মীর রওশন আলী মনার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পিকেএসএফের এসইআইপি প্রকল্পের সহ-সমন্বয়ক জিতেন্দ্রকুমার রায়, প্রশিক্ষক খালেদা নারগিস প্রমুখ।
আয়োজকরা জানান, তাদের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী-পুরুষের চাকরির সুবিধার্থে বেসরকারি ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সেমিনার করা হয়েছে। এ উদ্যোগে সাড়া মিলেছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
যশোরে চাকরি মেলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/