যশোর প্রতিনিধি: ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা স্কুল-কলেজের শিক্ষার্থী ও অটিস্টিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে দুপুরে জেলার অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে অবস্থিত অভয়নগর উপজেলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাসেবা অফিসার রোকনুজ্জামান। বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা সাধারণ শিক্ষার্থীদের চেয়ে কোন অংশে কম নয়। তাই তাদের প্রতি নজর দিলেই স্বাভাবিক জীবন ফিরে পাবে তারা। এ ব্যাপারে আরও উদ্যোগী হতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
যশোরে অটিজম সচেতনতা দিবস পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/